ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শেখ তন্ময়ের উদ্যোগে বাগেরহাটে ভ্রাম্যমাণ বাজার চালু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

লকডাউন বাস্তবায়ন ও মানুষকে ঘরে রাখতে সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে বাগেরহাটে চালু হয়েছে ভ্রাম্যমাণ বাজার। সদর উপজেলার ১০ ইউনিয়নে একশ’টি ভ্যানযোগে মাছ, মাংস, সবজি, দেশীয় ফলসহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় চালু করা হবে এই ভ্রাম্যমাণ বাজার।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম এবং যুবলীগের নেতাকর্মীরা।

সরদার নাসির উদ্দিন বলেন, সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে লকডাউনে বেকার ভ্যানচালকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় পণ্য বিক্রিতে উদ্বুদ্ধ করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়নে একশ’টি ভ্যানযোগে মাছ, মাংস, সবজি, দেশীয় ফলসহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। 

পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এই ভ্রাম্যমাণ বাজার চালু করা হবে বলে জানান তিনি।

এএইচ/