ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

শরণার্থী সংকট মোকাবেলায় ইউরোপিয় ইউনিয়ন ও তুরস্কের চুক্তি অস্পষ্ট ও বিকৃত- এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার

aminestyশরণার্থী সংকট মোকাবেলায় ইউরোপিয় ইউনিয়ন ও তুরস্কের চুক্তি অস্পষ্ট ও বিকৃত বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ চুক্তিতে আন্তর্জাতিক শরণার্থী সংকট মোকাবেলায় ইইউর জেদি নীতির প্রতিফলন ঘটল এবং শরণার্থীদের থেকে মুখ ফিরিয়ে নেয়া হয়েছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি। এমনকি তুরস্ককে শরণার্থীদের জন্য নিরাপদ মনে করছেনা এ্যামনেস্টি। নতুন চুক্তি অনুযায়ী যেসব শরণার্থী ইউরোপের দেশগুলোতে আশ্রয়ের আবেদন করে ব্যর্থ হবে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। বিনিময়ে তুরস্কের ক্যাম্পে থাকা শরণার্থীদের ক্রমান্বয়ে ইউরোপে পূনর্বাসিত করা হবে এবং শরণার্থীদের ভরন পোষনে ইইউর দেয়া আর্থিক সহায়তা প্রায় দ্বিগুন করা হবে। এছাড়াও চুক্তির ফলে তুরস্কের ইইউর সদস্যপদ পাওয়া সহজ হবে।