রূপগঞ্জে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত বেড়ে অর্ধশতাধিক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার | আপডেট: ০২:৫২ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুসের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক ছুঁয়েছে। বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানিয়েছেন, আগুনে দগ্ধ হয়ে কত শ্রমিক মারা গেছেন তা এখনই জানানো মুশকিল। তবে এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও মরদেহ আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
তবে তখনও যে আগুন পুরো নেভেনি তা টের পাওয়া যায় আজ সকাল থেকেই। গতকাল রাতে ৩ জন শ্রমিকের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, পুড়ে প্রায় ছাই হয়ে গেছে কয়েকটি মরদেহ। তাদের শনাক্ত করা সম্ভব নয়। ৭ তলা ভবনটির চতুর্থ তলা পর্যন্ত যেতে পেরেছি আমরা। তাই ধারণা করছি, মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে যাবে।
কারখানাটির শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেজান জুস কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক ও কর্মচারী কাজ করেন। নিচতলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে তা গোটা ভবনে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় কারখানাটি অন্ধকার হয়ে যায়।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কারখানার সাত তলা ভবনটির নিচতলায় কার্টন ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন একপর্যায়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এমন প্রায় ২৫ জনকে রশি দিয়ে ছাদ থেকে নামিয়েছেন।
ফায়ার সার্ভিসের আরেক উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, হাশেম ফুড বেভারেজ কোম্পানির কারখানার নিচতলার কার্টনের ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
এনএস//