একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মুস্তাফা আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ আলোকচিত্রী গোলাম মুস্তাফা আর নেই। আজ শুক্রবার সকাল ৯টার দিকে তিনি ইস্কাটনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গোলাম মুস্তাফার বয়স হয়েছিল ৮০ বছর।
এই তথ্য জানিয়েছেন বিশিষ্ট আলোকচিত্রী রফিকুর রহমান রেকু। তিনি বলেন, গোলাম মুস্তাফা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এই আলোকচিত্রীর প্রয়াণে তার পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বরেণ্য এ আলোকচিত্রী বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি’র (বিপিএস) সম্মানিত স্থায়ী পরিষদ প্রধান ও ‘ফটোগ্রাফি’ পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে ডাইরেক্টর অব ফটোগ্রাফির দায়িত্বও পালন করেন।
গোলাম মুস্তাফা আলোকচিত্রে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক ও ২০১৬ সালে শিল্পকলা একাডেমি পদক লাভ করেন।
মরহুমের নামাজে জানাজা রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
এদিকে গোলাম মুস্তাফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সূত্র : বাসস
এসএ/