দৌলতদিয়ায় আজও ফেরিতে পার হচ্ছে ব্যক্তিগত যানবাহন ও যাত্রী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১১:৪৮ এএম, ১০ জুলাই ২০২১ শনিবার
করোনা সংক্রোমণ রোধে কঠোর লকডাউন চলমান রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ফেরিতে অবাদে নদী পার হচ্ছে ব্যক্তিগত যানবাহন ও যাত্রী।
শনিবার (১০ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট থেকে পণ্যবাহী ট্রাক ফেরি পার হয়েছে ১ হাজার ৫৬টি। ব্যক্তিগত প্রাইভেটকার ও মাক্রোবাস নদী পার হয়েছে ১ হাজার ১৬৪টি। সেই সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করে পণ্যবাহী ট্রাক নদী পার হয়েছে ২ হাজার ১১২টি।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করে গত ২৪ ঘণ্টায় প্রাইভেটকার-মাক্রোবাস নদী পার হয়েছে ২ হাজার ৩২৮টি।
এএইচ/