ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

আইভরি কোস্টের ফুটবলার কোলো আবিব তোরের জন্মদিন আজ

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার

কোলো আবিব তোরে। আইভরি কোস্টের সাবেক ফুটবলার। আর বর্তমানে মাঠ মাতাচ্ছেন লিভারপুল ক্লাবে। খুব কম সময়ে ফুটবল অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। ১৯৮১ সালে ১৯শে মার্চ আইভরি কোস্টে জন্মগ্রহন করেন তিনি। দর্শক চলুন আজ তাঁর ৩৬তম জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। bdayপুরো নাম কোলো আবিব তোরে। তবে, সবার কাছে তোরে নামেই বেশি পরিচিত এই আইভরি কোস্টের ফুটবল তারকা। স্কুল জীবন থেকেই ফুটবল খেলতেন তোরে। আর এএসইসি মিমোসাস ক্লাবের হয়ে প্রথম ক্লাব পর্যায়ের খেলা শুরু করেন তিনি। এই ক্লাবে খেলেন ১৯৯৯ সাল পর্যন্ত। মিমোসাসের হয়ে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়সভিত্তিক দলেও। বয়সভিত্তিক দলের হয়ে এই ক্লাবে খেলেন ২০০২ সাল পর্যন্ত। ২০০২ সালে যোগ দেন আর্সেনাল ক্লাবে। আর এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। আর্সেনাল ক্লাবের হয়ে ২০০৯ সাল পর্যন্ত খেলেন ২২৫টি ম্যাচ। এরপর ২০০৯ সালে চার মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন ম্যানচেষ্টার সিটি ক্লাবে। তোরে ম্যানসিটির জার্সিতে মাঠে নামেন ৮২টি ম্যাচে। আর ২০১৩ সাল থেকে খেলে যাচ্ছেন লিভারপুল ক্লাবের হয়ে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছেন তিনি। ২০০০ সাল থেকে খেলেন ২০১৫ সাল পর্যন্ত। জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেন ১১৮টি। ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারী মাসে জাতীয় দল থেকে ইতি টানেন তিনি।