সুদানের বন্দর নগরীতে বোমা বিস্ফোরণ, নিহত ৪
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৯ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার
সুদানের গুরুত্বপূর্ণ রেড সী বন্দর নগরীতে বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। পোর্ট সুদানের একটি ব্যস্ত ক্রীড়া ক্লাবে শনিবার রাতে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলার সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর এএফপি’র।
রোববার (১১ জুলাই) এ খবর জানিয়েছে দেশটির চিকিৎসকরা।
সুদানের চিকিৎসক কেন্দ্রিয় কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘আল-আমিন ক্লাবে বোমা বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে। আরও বলা হয়, সেখানে বন্দুক হামলা বা ছুরিকাঘাতে আরও তিন জন আহত হয়েছেন।’
এদিকে বিস্তারিত উল্লেখ না করে ওই কমিটি আরও জানায়, ‘এ বন্দর নগরীর একটি হোটেল লক্ষ্য করে আরেকটি হামলা চালানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।’
চিকিৎসক কমিটি শনিবারের ঘটনার জন্য ‘উপজাতি দ্বন্দ্বকে’ দায়ী করেছে এবং তারা নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
পোর্ট সুদানে সাম্প্রতিক সময়ে উত্তেজনা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। এতে সেখানে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীরা বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে।
এএইচ/