অনলাইনে পশু কেনা-বেচার অনুরোধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে অনলাইনে কোরবানির পশু কেনা-বেচার অনুরোধ জানিয়েছে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। রোববার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। তাই খামারি ও ক্রেতাদের কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, সারাদেশে পশু বিক্রির জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ের জন্য উৎসাহিত করা হয়েছে। করোনার বিস্তার রোধেই এই অনুরোধ জানানো হয়েছে।’
আরকে//