ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কক্সবাজারের অলিগলিতে বিক্রি হচ্ছে রকমারি ইফতার

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার | আপডেট: ১২:৫৪ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার

পর্যটন নগরী কক্সবাজারের অলিগলিতে বিক্রি হচ্ছে রকমারি ইফতার। ক্রেতাদের অভিযোগ, ইফতারির দাম কিছুটা বেশী। বিক্রেতারা বলছেন, বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে ইফতারের দাম।

রমজান উপলক্ষে শহরের অলিগলিতে গড়ে উঠেছে অসংখ্য ইফতারির দোকান। বিকেল থেকেই নানা রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিক্রিও বেশ ভাল।

শহরের লালদিঘীর পাড়, বাজারঘাটা, ঝাউতলা, হলিডে মোড়, কলাতলীর অভিজাত দোকানগুলোতে বিক্রির তালিকায় রয়েছে চিকেন, মাটন, বিফ হালিম, জিলাপি, সমুচা, পেঁয়াজু, নানা স্বাধের রোল, চপ, কাবাব, মজবানির মাংস, দধি, ফিরনি, বিরিয়ানি ।

ইফতারের বেশ আগেই দোকানগুলোতে ভিড় শুরু হয়। তবে স্পেশাল হালিম ও চিকেন সুপ, কাবাবের মুল্য একটু বেশী বললেন ক্রেতারা।
বাজার মনিটরিংয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছে সাধারণ মানুষ।