নামতে শুরু করেছে খাগড়াছড়ির ৫টি গ্রামের পানি
প্রকাশিত : ১২:২৯ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার | আপডেট: ১২:৫৭ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার
পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ির দীঘিনালার ৫টি গ্রামের পানি নেমে যেতে শুরু করেছে। এদিকে, কমে এসেছে হবিগঞ্জে খোয়াই নদীর পানিও।
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর আশপাশের নিচু এলাকা তলিয়ে গেলেও গতরাতে বৃষ্টি না হওয়ায় মেরুং বাজার ও প্লাবিত গ্রামগুলো থেকে পানি সরে যেতে শুরু করেছে। খাগড়াছড়ি সদরের সোমবার রাতেই বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। এদিকে, হবিগঞ্জে খোয়াই নদীর পানি কিছুটা কমে বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দু’দিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মঙ্গলবার খোয়াই নদীর পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার উপর ছিল।