ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় আরাফাত সানি সাময়িকভাবে নিষিদ্ধ

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৬:১০ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার

201403010621228809638-p5অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় বাংলাদেশের স্পিনার আরাফাত সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক খালেদ মাহমুদ সুজন। এর পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর ম্যাচের আম্পায়ারও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোলেন। এনিয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে ধর্মশালা থেকে চেন্নাই যান বাংলাদেশর স্পিনার আরাফাত সানি।