৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন ১০০ জন
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার
নাটোরে খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করায় খাদ্য সহায়তা পেয়েছেন ১০০ জন। একটানা দীর্ঘদিন লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় এসব মানুষের মাঝে খাদ্য সমাগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
সোমবার (১২ জুলাই) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন, পৌর মেয়র উমা চৌধুরী জলি, আওয়ামী লীগ নেতা পিপি সিরাজুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, আকরামুল ইসলাম, চিত্তরঞ্জন সাহা, আহমেদ সেলিম, আনোয়রুল ইসলাম আনু প্রমুখ।
একই সময়ে সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে অনুদানের চেক বিতরণ করেন সাংসদ শিমুল।
এএইচ/