এইগন চ্যাম্পিয়নশিপ টেনিসে প্রথম রাউন্ডেই হেরে গেলেন অ্যান্ডি মারে
প্রকাশিত : ১২:৪২ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০১:১৬ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার
এইগন চ্যাম্পিয়নশিপ টেনিসে প্রথম রাউন্ডেই হেরে গেলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে।
লন্ডনের কুইন্স ক্লাবের গ্রাস কোর্টে অ্যান্ডি মারেকে হারিয়েছেন অস্ট্রেলিয়ান জর্ডান থম্পসন। ৯০ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা থম্পসন জয় পেয়েছেন ২-০ ব্যবধানে। প্রতিদ্ব্ন্দ্বীতামূলক প্রথম সেটে শেষ পর্যন্ত ৭-৬ গেমে হেরে যান দুইবার উইম্বলডন চ্যাম্পিয়ন মারে। দ্বিতীয় সেটেও ২৩ বছর বয়সী জর্ডান থম্পসনের সাথে পেরে উঠেন নি টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা মারে। দ্বিতীয় সেটে থম্পসন জয় পান ৬-২ গেমে। এরআগে, ২০০৬ সালে এই কুইন্সেই প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন মারে।