মোংলায় টিকা প্রদান শুরু
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার
মোংলায় তৃতীয় পর্যায়ে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেয়া শুরু হয়। এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।
তিনি বলেন, এ সময় টিকা নিতে আসা নারী-পুরুষের ভীড় জমে। স্থানীয়দের মাঝে টিকা নেয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী দেখা গেছে। কাউকে আবার জ্বর নিয়েই টিকা নিতে আসতে দেখা গেছে।
তবে জ্বরসহ শারীরিকভাবে অসুস্থদের টিকা না দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে জানান ডাঃ জীবিতেষ বিশ্বাস।
মোংলায় এর আগে প্রথম দফায় ৮ হাজার ৫শ’ ৪৫ জন এবং দ্বিতীয় দফায় টিকা নিয়েছেন ৬ হাজার ৬শ’ ৮৭ জন।
এএইচ/