ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০২:৪৫ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।
সাউদাম্পটনের রোজ বোলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ জন ও তৃতীয়টি হবে ২৫ জুন। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে যেতে চায় প্রোটিয়ারা। আর ঘরের মাঠে দর্শকদের বাড়তি অনুপ্রেরণা কাজে লাগিয়ে প্রথম ম্যাচেই জয় চায় ইংলিশরা। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বরে রয়েছে ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার অবস্থান ৬ নম্বরে। দুদলই মুখিয়ে আছে জয়ের প্রত্যাশায়।