ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২০ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম ইউসুফ (৫)। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার সেন্তু মিয়ার ছেলে।
হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, বিকেলে ইউসুফ বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে খেলাধুলা করছিল। এ সময় আখাউড়া থেকে আসা একটি মাইক্রোবাস ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ইউসুফকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বলেন, ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
কেআই//