ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নবাবগঞ্জে করোনায় শনাক্তের হার ৭৫ শতাংশ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১১:০১ এএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

ঢাকার নবাবগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৭৬টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার বিবেচনায় ৭৫ শতাংশ। 

বুধবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (নিয়ন্ত্রণ রোগ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫০৭ জনে।
 
তিনি জানান, গত ১২ জুলাই উপজেলা থেকে ১১৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৭৬ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে ৫৭ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৭৫ শতাংশ।

এএইচ/