কলারোয়ায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী উপহার নগদ অর্থ বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০১ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার
সাতক্ষীরার কলারোয়ায় করোনায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ জুলাই) পৌরসভার হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নগদ অর্থ বিতরণ করা হয়। এসব অর্থ বিতরণ অনুষ্ঠানে সভপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপন্থিত ছিলেন, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র ফারহানা হোসেন, জিএম শফিকুল ইসলাম শফি, কাউন্সিলর শেখ জামিল হোসেন, কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, শেখ ইমাদ হোসেন, জিএম শফিউল আলম শফি, মহিলা কাউন্সিলর দিতি খাতুন, উপজেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সস্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইমরান হোসেনসহ সকল কাউন্সিলরবৃন্দ।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণে পৌর সভার ৯টি ওয়ার্ডের কর্মহীন ও ক্ষতিগ্রস্ত ১২'শ পরিবারের মাঝে পর্যায়ক্রমে প্রতি পরিবারে নগদ ৫০০ শত টাকা করে ৬ লাখ টাকা বিতরণ করা হয়।
কেআই//