ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার

কঠোর লকডাউনের বিধিনিষেধ শিথিলের কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘদিন পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় লঞ্চঘাট এলাকায় প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ ১৩টি রুটে লঞ্চ চলাচল শুরু হয়। রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু হবে। সকাল থেকেই ঢাকা রুটের লঞ্চগুলো ধুয়ে মুছে যাত্রী সেবার জন্য প্রস্তুত করা হয়। 

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরিশাল-ঢাকা রুটের যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে অতিরিক্ত লঞ্চ প্রস্তুত করা হয়েছে। ঢাকার যাত্রীদের জন্য প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০টি লঞ্চ চলাচল করবে বলে জানান নৌ বন্দরের সংশ্লিস্ট কর্মকর্তারা। 

তবে সরকারের দেওয়া স্বাস্হ্য বিধি মেনেই যাত্রী পরিবহন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। স্বাস্থ্য বিধি মানানোর এবং যাত্রীদের চাপ সামলাতে নৌ বন্দরে আইনশঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এএইচ/