ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরের রেললাইন
প্রকাশিত : ০১:১২ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫৪ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার
ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরের রেললাইন। কখনও লাইনের উপরে গাছ পড়ে, কখনও মাটি ধসে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। এতে চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা। তবে লাউয়াছড়া বনের ভেতরে রেলবিভাগের নিয়ন্ত্রাণাধিন এলাকায় পাহাড় কেটে লেবুগাছ লাগানোই ধসের অন্যতম কারণ বলে জানিয়েছে বন বিভাগ।
এভাবে বনের ভেতরে রেললাইন ও পাকা সড়ক লাউয়াছড়া বনকে করেছে খন্ড বি-খন্ড। আর রেললাইনের দুপাশে ভুমি খেকোরা পাহাড়ের গাছ কেটে সেখানে লাগিয়েছে লেবু বাগান। ফলে চলমান ভারী বর্ষণে পাহাড় ধসে রেললাইনের ওপর পড়ে বন্ধ হয়ে যায় রেলযোগাযোগ।
কয়েকদিন আগেও রেললাইনের উপর গাছ পড়ে দুর্ঘটনার মুখে পড়ে একটি ডেমু ট্রেন। এতে ১০ ঘণ্টা বন্ধ থাকে সিলেট আখাউড়া রেল চলাচল। প্রায়ই ঘটে এধরনের ঘটনা।
এছাড়া অবৈধ ও অপরিকল্পিত লেবুবাগানের কারণে এখনও বনের ভেতরে ঝুঁকিতে রয়েছে বেশ কিছু জায়গা।
ভক্সপপ- বনবিভাগের কর্মী ও আরও একজন
এসব কারণে একদিকে যেমন ঝুঁকিতে রয়েছে লাউয়াছড়া বনের ভিতরে ১২৫০ হেক্টর এলাকার রেল লাইন তেমনি ঝুঁকিতে জীববৈচিত্রও। তাই লাউয়াছড়া রেললাইন ও পাকা সড়কটি বনের ভিতর থেকে সরিয়ে নেয়ার দাবী বন বিভাগের।
লাউয়াছড়া বনের রেললাইনের পাশ থেকে লেবু বাগান অপসারণ ও রেল লাইনটি বনের বাইরে স্থানান্তরের দাবী মৌলভীবাজারবাসীর।