মিরাজের পর স্বাগতিক শিবিরে সাকিবের হানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার | আপডেট: ০৩:১৭ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার
দলীয় ৩২ রানেই কামুনহুকামুয়ে এবং মারুমানিকে হারায় জিম্বাবুয়ে। এরপর রেগিস চাকাভাকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ব্রেন্ডন টেইলর। তবে সাকিবের শিকার হয়ে চাকাভা ব্যক্তিগত ২৬ রানে আউট হলে ৮০ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ৩২ বলে ২ বাউন্ডারি মারেন এই ডানহাতি ব্যাটসম্যান।
২৩ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১০২ রান তুলেছে জিম্বাবুয়ে। ৩৯ রান নিয়ে ক্রিজে আছেন দলীয় অধিনায়ক ব্রান্ডন টেইলর, তাকে সঙ্গ দেয়া ডিয়ন মেয়ার্স আছেন ১৩ রান নিয়ে।
এর আগে জিম্বাবুয়ে ইনিংসের প্রথম ওভারেই কামুনহুকামুয়েকে (১) সাজঘরের পথ দেখান পেসার তাসকিন আহমেদ। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারানোর পর ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এবার মারুমানিকে বোল্ড করেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে ১৮ বলের মোকাবেলায় ২ চারের সাহায্যে ১৩ রান করেন মারুমানি।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক ব্রান্ডন টেইলর। প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজই সিরিজ নিশ্চিত করার সুযোগ থাকছে সফরকারী দলের সামনে। অন্যদিকে এ ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরতে মরিয়া স্বাগতিকরা।
জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক দলে আছে দুটি পরির্বতন। বাদ পড়েছেন টিমসেন মারুমা এবং রায়ান বার্ল। তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা ও তিনাশে কামুনহুকামুয়ে।
দুই দলের একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে: ওয়েসলি মাধেভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রান্ডন টেইলর, সিকান্দার রাজা, ডিয়ন মায়ার্স, তিনাশে কামুনহুকামুয়ে, রেগিস চাকাভা, লুক জংওয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।
এনএস//