ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ঈদের নাটক ‘স্যারের মেয়ে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার

‘স্যারের মেয়ে’ নাটকের একটি দৃশ্য

‘স্যারের মেয়ে’ নাটকের একটি দৃশ্য

ঈদের নাটক ‘স্যারের মেয়ে’। চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটি প্রচারিত হবে আগামীকাল ১৯ জুলাই এনটিভিতে রাত সাড়ে ৯টায়। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। 

‘স্যারের মেয়ে’ প্রযোজনা করেছেন এস আর মাল্টিমিডিয়ার কর্ণধার এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু। এতে স্যার চরিত্রে অভিনয় করেছেন- একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত এবং তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ। এতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, চয়নিকা তো নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। খুব গুছিয়ে কাজ করে সবসময়, যে কারণে তার নাটকগুলোও দর্শকপ্রিয়তা পায়।

বর্ষীয়ান এই অভিনেতা বলেন, ‘স্যারের মেয়ে’ নাটকের গল্পটা আসলেই খুব চমৎকার। খুব ধরে ধরে যত্ন নিয়ে কাজটি করেছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। 

প্রযোজক শাহিদা রহমান জানান, তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘বড় ভাবী’ নাটকটিও রয়েছে প্রচারের অপেক্ষায়। সবগুলো নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

এনএস//