পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে কিছুটা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ডিএসইতে ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩ কোটি ১৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রোববার লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট বেড়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬০ পয়েন্ট। সূচকটি ১৮ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।
আরকে//