করোনা টিকা প্রদানের বয়সসীমা ৩০ বছর নির্ধারণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০০ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে টিকা প্রদানের বয়সসীমা কমিয়ে ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। ফলে এখন ৩০ বছর বয়সীরাও করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘টিকা নেওয়ার বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৩০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা টিকার জন্য আবেদন করতে পারবেন।’
এদিকে কোভ্যাক্সের আওতায় ওয়াশিংটনের উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশ গ্রহণ করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক ইউএস চার্জ ডি’অ্যাফেয়ার্স জোঅ্যান ওয়াগনারের কাছ থেকে এই টিকা গ্রহণ করেন।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়াসহ বাংলাদেশ সরকারের অন্যান্য উচ্চ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই চালানটি ছাড়াও কোভ্যাক্সের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের দেয়া উপহারের ২৫ লাখ ডোজের প্রথম চালানটি গত ২ ও ৩ জুলাই এসে পৌঁছেছে। এটি মার্কিন সরকারের সাম্প্রতিক এশিয়ার দেশগুলোর জন্য ২ কোটি ৫০ লাখ টিকা বরাদ্দের অংশ। এখন পর্যন্ত এ থেকে ৫৫ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
সূত্র : বাসস
এসএ/