ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ঠাকুরগাঁয়ের হরিপুরে বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে শিমু আক্তার (৮) ও জান্নাতুন (৬) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামে। মৃত দুই বোন ওই গ্রামের সাহা আলমের কন্যা।
 
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার দুপুরের খাওয়া দাওয়ার পর শিমু ও জান্নাতুন বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু দীর্ঘ সময়েও তারা বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে দুই বোনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তা উদ্ধার করে।

হরিপুর থানার তদন্ত অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরকে//