ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

কক্সবাজারে চান্দেরগাড়ী খাদে পড়ে নিহত ২, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৭:১৯ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার

বাসের ধাক্কায় খাঁদে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া সেই চান্দের গাড়ি

বাসের ধাক্কায় খাঁদে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া সেই চান্দের গাড়ি

কক্সবাজারের চকরিয়ায় যাত্রাবাহী বাসের ধাক্কায় চান্দেরগাড়ীর (জীপ) খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ৫ জন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল ঝনঝইন্যা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- চকরিয়া উপজেলা কৈয়ারবিল স্টেশন এলাকার বাসিন্দা আবু সৈয়দের স্ত্রী সুফিয়া বেগম (৩১) ও বান্দরবানের আলীকদম উপজেলার সিরাজ কারবারিপাড়া গ্রামের তালেব আলী পুত্র আলী হোসেন (১৩)। আলী হোসেন চান্দেরগাড়ীর হেলপার ছিলেন।

আহতরা হলেন- চট্টগ্রাম জেলার বাসিন্দা মো. মুবিন (৪০), নাঈম (১৪), কবির আহমদ (২৮), মোহাম্মদ ফারুক (১৮) ও নিহত সুফিয়া বেগমের কন্যা শিশু আদিফা মনি (৩)। আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের মধ্যে মুবিন ও নাঈম-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। হতাহত সবাই চান্দেরগাড়ীর যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও চকরিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কক্সবাজার থেকে একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। অপরদিকে চকরিয়া পৌরশহর থেকে আলীকদমের উদ্দেশ্যে দুপুর দেড়টার দিকে একটি চান্দেরগাড়ি ছেড়ে যায়। চান্দেরগাড়িটি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল ঝনঝইন্যা সেতু এলাকায় পৌঁছালে বাসের ধাক্কা খেয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চান্দেরগাড়ি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন এবং সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজন মারা যায়।

চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) টিপু রায় বলেন, ‘ঘটনাস্থল থেকে চান্দেরগাড়ির হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একযাত্রী মারা গেছে। দুর্ঘটনা কবলিত বাস, চান্দেরগাড়ি ও ইজিবাইক জব্দ করা হয়েছে। ওই গাড়ীর চালকরা পলাতক রয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এর আগে বুধবার রাত ১১টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ির দরিয়ানগর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়। আহত হয়ে তিনজন। 

এনএস//