ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

ভোলায় ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, চলছে স্পীডবোট

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার

করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন দেয়া হলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা থেকে উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে লক্ষীপুর রুটে যাত্রী পারাপার করেছে স্পিডবোর্ড ও ট্রলারে। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 

আজ রোববার (২৫ জুলাই) সকালে এ দৃশ্য ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় দেখা যায়।

অপরদিকে লকডাউনের তৃতীয় দিন আজও ভোলাযর ইলিশা ফেরিঘাটে শতশত যাত্রী কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় তাদের মধ্যে স্বাস্থ্যবিধির সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না। লঞ্চ-সিট্রাক বন্ধ থাকায় তারা ভোলা-লক্ষ্মীপুর রুট দিয়ে ফেরিতে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কোস্টগার্ড ও পুলিশের বাধার কারণে তারা সকালে ফেরিতে উঠতে পারেনি।

এ সময় বাধা উপেক্ষা করে অনেকে ফেরিতে উঠতে গিয়ে পল্টুন থেকে নদীতে পড়ে যায়। এ কারণে কয়েক ঘণ্টা পণ্যবাহী গাড়ি ইলিশা ফেরি ঘাটে আটকা পড়ে। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পণ্যবাহী গাড়ি ফেরিতে উঠানো হয়।

এদিকে যারা প্রশাসনের বাধার মুখে ফেরিতে উঠতে পারেনি তারা স্থানীয়দের সহায়তায় স্পিডবোট ও ট্রলারে উত্তাল নদী পাড়ি দেয় বিভিন্ন রুটে লক্ষ্মীপুর যাচ্ছেন।

এএইচ/