নবীনগরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদ-(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার মহেশপুর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদ উপজেলার ইসলামপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাব সদস্যরা নবীনগর উপজেলার মহেশপুর সড়কে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশী করে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত জাহিদ পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় নবীনগর থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরকে//