ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

নির্বাচন নিয়ে সরকারকে আবারো সংলাপের আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার

নির্বাচন নিয়ে সরকারকে আবারো সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহবান জানান। ‘ভিশন টুয়েন্টি থার্টি’ নামে একটি পরিকল্পনার খসড়া তুলে ধরে খালেদা জিয়া বলেন, সুখী, সমৃদ্ধ, আধুনিক ও প্রতিশ্র“তিশীল রাষ্ট্র গড়াই বিএনপি’র লক্ষ্য। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদে ক্ষমতার ভারসাম্য আনা ও দুই কক্ষবিশিষ্ট সংসদ করারও প্রতিশ্র“তি দেন তিনি। দীর্ঘ সাত বছর পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল। সকাল সোয়া এগারোটায় মঞ্চে আসেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতারা। ছিলেন বিশিষ্ট জনেরাও। সভাপতির বক্তব্যে খালেদা জিয়া বলেন, দেশের রাজনীতিতে যে অস্থিরতা চলছে তার সমাধান হওয়া উচিত। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সমঝোতার রাজনীতির আহ্বান জানান তিনি। ঘোষণা করেন ভিশন ২০৩০। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হবে। মাথাপিছু আয় হবে ৫ হাজার ডলার। নেতাকর্মীদের আহ্বান জানান এই লক্ষ্যে কাজ করার। প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, নির্বাহী ক্ষমতায় পরিবর্তন আনা উচিত। খালেদা জিয়া আরো বলেন, নতুন ধারার রাজনীতির মাধ্যমে আগামীতে তরুণরা নেতৃত্ব দেবে। ক্ষমতায় গেলে সব প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্র“তি দেন তিনি। স্বাগত ভাষণে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ জানান, রাজনীতিতে আবারো ঘুরে দাড়াবে বিএনপি।