ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

করোনায় একদিনে বরিশাল বিভাগে মৃত্যু ২৩

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার | আপডেট: ১২:৪৪ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

বরিশালে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। অথচ লকডাউনে নেই কোন কড়াকড়ি। গত ২৪ ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বরিশাল বিভাগে করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পজিটিভ শনাক্ত এবং করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা যান।

সোমবার (২৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৩ জনে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপতাল সূত্রে জানা গেছে, বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪১ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৩৮২ জন।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১৬ জনের। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭ জন রোগী। এর মধ্যে ২৪ জন করোনায় পজিটিভ।

শেবাচিমে হাসপাতালে ল্যাবে ১৯০ জন রোগীর নমুনা পরীক্ষায় ৮৯ জন পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৬ দশমিক ৮৪ শতাংশ।

এএইচ/