শেরপুরে অস্ত্র উদ্ধার বিগত সরকারের জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার চিহ্ন মিলেছে- স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার
শেরপুরে অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে বিগত সরকারের আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার চিহ্ন মিলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদুত মার্শিয়া বার্নিকাটের সঙ্গে আলাপ করার সময় তিনি এ কথা বলেন । বাংলাদেশ সফলতার সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় কি কৌশল অবলম্বন করছে সে বিষয়েও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদুত। এছাড়া জানান সারাবিশ্বে আইএস এর যে হুমকি রয়েছে সে ব্যপারে বাংলাদেশকে সহযোগিতা করতে রাজি আছে দেশটি। অন্যদিকে পাকিস্তানের নাগরিক আটকের বিষয়ে নিশ্চিত না হয়ে কোন তথ্য সাংবাদিকদের জানাতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী।