ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

৩০ সেকেন্ডের জন্য মাস্ক খোলার অনুমতি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার | আপডেট: ০৫:৪১ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার

অলিম্পিকের এবারের আসরে  ৫০টি ডিসিপ্লিনে লড়ছেন ২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ। ৩৩৯টি স্বর্ণপদকের জন্য লড়ছেন প্রতিযোগীরা। কোভিড মহামারির মাঝেই নানা চড়াই উৎরাই পেরিয়ে চলছে এবারের অলিম্পিক আসর। অ্যাথলেট ভিলেজে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। জৈব-সুরক্ষা  বলয়ে  থাকা স্বত্বেও অ্যাথলেট-কর্মকর্তা কেউই বাদ পড়ছেন না করোনার থাবা থেকে।

করোনা  থেকে বাঁচতেই প্রায় শূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইভেন্টগুলো। মাঠ এবং গ্যালারিতে কর্মকর্তা, অ্যাথলেট এবং সংবাদকর্মীদের মাস্ক পড়া  বাধ্যতামূলক। তবে অ্যাথলেটদের অনুরোধে এবার কিছুটা নমনীয় হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
পদক জয়ের পর তোলা ছবিতে মাস্ক মুখ থেকে সরানোর অনুমতি দিল তারা। মূলত ছবি তোলার ৩০ সেকেন্ড সময় অ্যাথলেটরা মাস্ক ছাড়া থাকতে পারবেন বলে জানিয়েছে আইওসি।

সূত্র-বাসস

আরকে//