মাদক সেবনে বাধা দেয়ায় দুই যুবককে ছুরিকাঘাত
বাউফল প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০২ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার
পটুয়াখালীর বাউফলে মাধক সেবনে বাধা দেয়ায় ক্ষুব্ধ হয়ে মারধর ও ছুরিকাঘাতে আহত করা হয়েছে ফরিদ হাওলাদার (১৮) ও কজেল ছাত্র রিফাদ (১৮) নামে দু’জনকে। আহত ফরিদ হাওলাদারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে কলেজ ছাত্র রিফাদকে।
বুধবার (২৮ জুলাই) রাতে উপজেলার সূর্য্যমণির পূর্ব-ইন্দ্রোকুল চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফরিদ হাওলাদারের চাচা সবুজ হাওলাদার ও স্থানীয়া জানান, ‘ওই দিন বিকালে স্থানীয় কয়েকজন বখাটে প্রকাশ্যে গাঁজা সেবনে নিষেধ করায় প্রথম দফায় টর্চার সেল হিসেবে খ্যাত বাজার এলাকার ক্লাবঘরে নিয়ে ফিরোজ হাওলাদারের ছেলে ফরিদ ও কেশপুর ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র রিফাদকে মারধর করে তারা। এরপর সন্ধ্যায় আবারও ডেকে নিয়ে আব্দুল্লাহ (২০), রাবাবানি (২০), রাকীব (২০), আযাদ (১৯)সহ ৮-১০ জন স্থানীয় বখাটে দ্বিতীয় দফায় তাদেরকে মারধর করে। এ সময় ছুরিকাঘাত করা হয় ফরিদের শরীরের বিভিন্ন স্থানে।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ফরিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও রিফাদকে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এএইচ/