দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে শোলাকিয়া
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার
দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবারও মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ইমামতিতে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে জামাত। গতবছর জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করলেও মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে এবার ১৯০তম ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের জন্য মাঠে দাগ কাটা, মেহরাব-দেয়ালে রং করাসহ প্রস্তুত করা হচ্ছে শোলাকিয়া ঈদগাহ মাঠ।
তবে, গত বছর ঈদগাহের কাছে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বলে জানায় এলাকাবাসী।
মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহ ঘিরে তিন স্তরের নিরাপত্তাসহ পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
এদিকে, শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার এক বছরেও চার্জশিট দিতে পারেনি পুলিশ। তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে দাবি করে পুলিশ বলছে, যথাযথ প্রক্রিয়ায়ই কাজ এগুচ্ছে।
গত বছর ঈদুল ফিতরের দিন ঈদগাহের কাছে জঙ্গি হামলায় পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক মারা যান। আর পুলিশের গুলিতে মৃত্যু হয় জঙ্গি আবির রহমানের।