ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় সাত জনের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি. 

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় গেল ৪১ জনকে ৩৯ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এই সময়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার (২৮ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলার ১১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এর আগে লকডাউনের প্রথম পাঁচ দিনে (শুক্রবার-২ জুলাই থেকে মঙ্গলবার-২৭ জুলাই) ৩৫৪ জনকে দুই লক্ষ ৫৮ হাজার ১৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালতে জরিমানার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করেণ নির্বাহী ম্যাজিষ্ট্রেট গন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিনুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় আমরা ৪১টি মামলায় ৩৯ হাজার ৭০০ টাকা জরিমানা করেছি। এছাড়াও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, সেনাবাহিনি ও বিজিবি বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। মানুষকে সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরণও অব্যাহত রয়েছে।

আরকে//