ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

বাঙ্গালীর মুক্তি সংগ্রামে গানের পাশাপাশি কবিতা অসামান্য ভ’মিকা রেখেছিল- রাশেদ খান মেনন

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৮:৪৫ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার

menonবাঙ্গালীর মুক্তি সংগ্রামে গানের পাশাপাশি কবিতা অসামান্য ভ’মিকা রেখেছিল বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিকেলে রাজধানীর মিন্টু রোডের তিন নম্বর বাংলোতে মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ‘পেন ইন্টারন্যশনাল বাংলাদেশ সেন্টার’ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এবারের কবিতা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শান্তির জন্য কবিতা’। অনুষ্ঠানে পেন ইন্টারন্যশনাল বাংলাদেশ সেন্টারের প্রেসিডেন্ট ফরিদা হোসেন এবং সেক্রেটারি জেনারেল আইরিন জামান উপস্থিত ছিলেন। পরে কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন পেন ইন্টারন্যশনাল বাংলাদেশ সেন্টারের কবিরা।