ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

আজ জাপান থেকে আসছে ৭ লাখ টিকা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

জাপান থেকে আজ শনিবার (৩১ জুলাই) দেশে আসছে ৭ লাখ করোনা ভাইরাসের টিকা।

শুক্রবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ অ্যাস্ট্রেজেনেকা টিকা ঢাকায় পৌঁছাবে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসবে।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।
এসএ/