ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

কর্মস্থলে ফিরতে ভোলার ফেরিঘাটে মানুষের ঢল

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার | আপডেট: ০১:৫১ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

আগামীকাল রোববার থেকে সবধরনের শিল্প-কলকারখানা খোলার ঘোষণায় কর্মস্থলে ফিরতে ভোলার ইলিশা ফেরিঘাটে হাজার হাজার শ্রমিক ভীড় জমিয়েছেন। চাকরি বাঁচাতে এসব মানুষ নানা ভোগান্তি মাথায় নিয়ে ঘাটে পৌঁছে।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে ইলিশা ফেরি ঘাটে কর্মস্থলের যাওয়ার জন্য যাত্রীদের ঢল নামে। এদের অধিকাংশই নিন্মআয়ের মানুষ, যারা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় কাজ করেন। 

লকডাউনের কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় এসব মানুষ বাধ্য হয়ে ফেরিতে পারাপার হচ্ছেন। তবে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্ব।

উল্লেখ্য, শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সকল শিল্প ও কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।’

এএইচ/