ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

প্রধানমন্ত্রীর উপহার পেলেন ফেনীর ২ হাজার পরিবার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া খাদ্য সামগ্রী করোনায় কর্মহীন হয়ে পড়া ফেনীর ২ হাজার মানুষের মাঝে বিতরণ হয়েছে৷ বাস, সিএনজি অটোরিক্সা, টমটম, ভ্যানগাড়ী, ও রিক্সা শ্রমিক, বাদাম বিক্রেতাসহসহ নানা পেশার কর্মহীনদের এ উপহার দেয়া হয়।

ফেনী পৌরসভার আয়োজনে এ উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। ধাপে ধাপে ৫ হাজার কর্মহীন মানুষকে এই সহায়তা দেয়া হবে৷ 

উপহার বিতরণ কালে নিজাম উদ্দিন হাজারী বলেন, আওয়ামী লীগ মানবিক সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও তার সারথী হতে চাই। এটা শুভ সূচনা। ক্রমান্বয়ে এ সহযোগিতা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

দু’শতাধিক অক্সিজেন সিলিন্ডার প্রদান

এদিকে, ফেনিতে করোনায় মুমূর্ষু রোগীদের সেবায় ২শ’টি বড় সাইজের অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান রকিবুর রহমান। 

আজ শনিবার (৩১ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে রকিবুর রহমানের পিতামাতার নামে প্রতিষ্ঠিত ‘আলহাজ্ব আবিব্দুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে সেবামূলক কার্যক্রমের উদ্ধোধন করেন সিভিল সার্জন রফিক উস্ সালেহীন। 

এসময় ফেনী সদর হাসপাতালে ৪০টি, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অটো সেন্ট্রাল অক্সিজেনসহ ২৫টি, ফুলগাজীতে ২৫টি, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২০টি বড় অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়। পরে ১০টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে প্রায় ৪০টির মত অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে বিতরণ করা হয়। 

সিভিল সার্জন জানান, যখন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ক্রিটিক্যাল স্টেজে পৌঁছায়, তখন তার শ্বাস নিতে অসুবিধা হয়। সেই সময় অক্সিজেন প্রয়োজন অত্যধিক। এজন্য পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার খুবই কাজের। বিশেষ করে যারা রোগীকে ঘরে রেখে চিকিৎসা দিতে চান তাদের জন্য। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিভাগের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, আলহাজ্ব আবিব্দুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন্ডের ম্যানেজার নুরুল হক হেলালসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন।

এএইচ/