শ্যালকের মোটরসাইকেলে প্রাণ গেল দুলাভাইয়ের
ধামইরহাট সংবাদদাতা
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার
নিহত মোহাম্মদ আলী মুন্না
নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল মোহাম্মদ আলী মুন্না (৩২) নামে এক যুবকের। আজ শনিবার ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধামইরহাট ঘুকসী ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী মুন্না উপজেলার হাটনগর এলাকার পিতা মৃত ইউনুস আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী মুন্না ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করেন। সেই সুবাদে তার স্ত্রী-সন্তান শ্যালকের বাড়ি উপজেলার চকমহেশ গ্রামে মাঝে মাঝে থাকতেন। ঈদের ছুটি কাটিয়ে গত শুক্রবার নিজের স্ত্রী ও সন্তানের থেকে বিদায় নিতে মোহাম্মদ আলী শ্যালকের বাড়িতে বেড়াতে যান। পরদিন সকাল ১০টায় শ্যালকের মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি হাটনগরে যাবার পথে ওই ব্রীজের সঙ্গে ধাক্কা লাগিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের শ্যালক উপজেলা ছাত্রলীগ কর্মী মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএস//