মেসিকে ছাড়াই স্টুটগার্টকে উড়িয়ে দিয়ে খুশি কোম্যান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১২ এএম, ১ আগস্ট ২০২১ রবিবার
প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে শনিবার রাতে ভিএফবি স্টুটগার্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন মেম্ফিস ডিপেই। এছাড়াও গোল করেছেন ইউসুফ দেমির ও রেকুই পুইং। মেসিকে ছাড়াই দলের এমন জয়ে যারপরনাই খুশি কোচ রোনাল্ড কোম্যান।
ম্যাচের ২১ মিনিটে একক প্রচেষ্টায় জালের দেখা পান ডিপেই। যেটা মন কেড়েছে কাতালান কোচের। ম্যাচ শেষে এই ডাচ কোচ বলেন, ‘ডিপেই সম্পর্কে সবাই জানে। ও ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিওতে খেলেছে। স্টুটগার্টের বিপক্ষে দেখালো সে একাই গোল করতে পারে।’
ম্যাচে গোল না করলেও দুটি অ্যাসিস্ট করেছেন আতোয়ান গ্রিজম্যান। এই ফরাসি তারকার সঙ্গে ডিপেইয়ের বোঝাপড়া দারুণ বলে মনে করেন বার্সা কোচ, ‘ডিপেই তার খেলা এবং গতি দিয়ে দলকে অনন্য কিছু দিতে পারে। গ্রিজম্যানের সাথে ওর বোঝাপড়া খুব ভালো ছিল।’
নতুন মৌসুমে সার্জিও আগুয়েরোকে দলে ভিড়িয়েছে বার্সা। চুক্তির দ্বারপ্রান্তে আছেন লিওনেল মেসিও। কোম্যান আশাবাদী, এই দুইজন যোগ দিলে দল আরও শক্তিশালী হবে বার্সা। তিনি বলেন, ‘আক্রমণভাগের বিভিন্ন পজিশনে খেলার মতো আমাদের আরও কয়েকজন খেলোয়াড় আছে। আগুয়েরো থাকবে। মেসিও যোগ দেবে। আশাকরি দলের শক্তি কয়েকগুণ বেড়ে যাবে।’
বার্সার এমন দলগত পারফরম্যান্সে বেজায় খুশি কোম্যান বলেন, ‘ছেলেদের পারফরম্যান্স নিয়ে আমি সত্যিই খুব খুশি। আমরা এমন একটি দলের বিপক্ষে ভালো করেছি যারা প্রাক-মৌসুমে অনেক পরিশ্রম করেছে। এমনকি ম্যাচের শুরুতেও তারা ভালো ফুটবল খেলেছে।’
বার্সা কোচ আরও বলেন, ‘আমি মনে করি, আমরা দলগতভাবে অসাধারণ ফুটবল খেলেছি। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিলাম। প্রথমার্ধে দুটি দুর্দান্ত গোল করার পাশাপাশি দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখতে পেরেছি। সবকিছু মিলিয়ে ভালো একটা দিন গেছে আমাদের।’
এদিকে, আগামী ৯ আগস্ট জোয়ান গ্যাম্পার ট্রফির ফাইনালে রোনালদোর জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা। জোহান ক্রুইফ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত দেড়টায়। তার আগে অবশ্য নিজেদের প্রস্তুতিটা আরও প্রখর করতে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে কোম্যানের শীষ্যরা। অস্ট্রিয়ান পেশাদার ফুটবল ক্লাব এফসি রেড বুল সালজবুর্গের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট রাত ১১টায়।
এনএস//