ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সিআরবি রক্ষার দাবিতে পথমূকাভিনয় পরিষদের প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার | আপডেট: ১২:৫৯ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার

চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবিতে বেসরকারী হাসপাতাল নির্মাণকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের পক্ষ থেকে এক বিবৃতি প্রদান করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক এবং সদস্য সচিব যথাক্রমে রিজোয়ান রাজন এবং সোহাগ আশরাফ বিবৃতিতে বলেন, ‘জনগণের মত উপেক্ষা করে সিআরবিতে হাসপাতাল নির্মাণ করা ঠিক হবে না। এছাড়া এই অঞ্চলটিকে ২০০৯ সালে সরকারী প্রজ্ঞাপণের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল। ফলে এখানে কোন ধরনের স্থাপনা নির্মাণ বৈধ হবে না।’

এছাড়া সিআরবি অঞ্চলটি ব্রিটিস বিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধের কারণে স্মরণীয় হয়ে আছে। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত জিএস শহীদ আব্দুর রবসহ বিশিষ্ট কয়েকজন মুক্তিযোদ্ধার কবর রয়েছে। হাসপাতাল নির্মাণ হলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বলে পরিবেশবিদরা মত দিয়েছেন। 

এসব কিছু বিবেচনায় বিবৃতিদাতাগণ মনে করেন জাতির বৃহত্তর স্বার্থে হাসপাতাল নির্মাণ থেকে রেলওয়ে কর্তৃপক্ষের সরে আসা উচিত। একই সাথে বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদ ‘সিআরবি রক্ষা মঞ্চ’ এর সমস্ত কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিটি পাঠিয়েছেন বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের সদস্য এডভোকেট শিশির সিকদার।