কনফেডারেশন্স কাপ ফুটবলে রাতে মুখোমুখি নিউজিল্যান্ডে - পর্তুগাল
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৭:১২ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার
কনফেডারেশন্স কাপ ফুটবলে রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।
বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচ। ২ ম্যাচে একটিতে জয় ও একটিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে এ গ্র“প থেকে টেবিলের দ্বিতীয় নম্বরে রয়েছে পর্তুগাল। আর শূন্য পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে চার নম্বরে। এই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় অথবা ড্র করলেও সেমিফাইনাল নিশ্চিত হবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের। অন্যদিকে, রাতের একই সময় ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় নম্বরে থাকা রাশিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। পর্তুগালের সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে মেক্সিকো।