ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

নবাবগঞ্জে অস্ত্র উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের আলহাদিপুর গ্রামে অভিযান চালিয়ে মো. ইসলামের বাড়ি থেকে দেশীয় তৈরি রিভলবারসহ একটি ইয়ারগান উদ্ধার করেছে নবাগঞ্জ থানা পুলিশ। 

সোমবার (২ আগস্ট) রাতে নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মিন্টু লস্কার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাত সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। মো. ইসলাম ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।

উপ-পরিদর্শক মো. মিন্টু লস্কার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসি সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে আলহাদিপুর গ্রামের ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বসত ঘর থেকে একটি ৮ ইঞ্চি রিভলবার ও ৪৪ ইঞ্চি ইয়ারগান উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসলাম পালিয়ে যায়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মো. ইসলাম খুব গোপনে অবৈধ অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি রিভলবার ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়েছে। 

ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি। 

এএইচ/