ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

নাটোরে মানবপাচারকারী দলের ২ সদস্য আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার

নাটোরে মানবপাচারকারী দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বাকরোম গ্রাম অভিযান চালিয়ে সোহরাব হোসেন (৫৫) ও ছানোয়ার হোসেন (২৩)কে আটক করা হয়।
 
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে সিপিসি-২, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী দুজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সোহরাব হোসেন সিংড়া উপজেলার বাকরোম উত্তর পাড়া (পাগলা পাড়া) গ্রামের মৃত নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে এবং ছানোয়ার হোসেন একই এলাকার মৃত সেকেন্দার প্রামাণিকের ছেলে।

মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, ধর্ষকসহ মানব পাচারকারী দলের ৩ সদস্য বাকরোম গ্রামে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সোমবার ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানকালে র‌্যাব মানবপাচারকারী চক্রের সদস্য ও ধর্ষক ছানোয়ার হোসেনসহ চক্রের মুল হোতা সোহরাব হোসেনকে গ্রেফতার করে। এসময় মোঃ আলী নামে অপর এক সদস্য পালিয়ে যায়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, পাচারকারী চক্রের এই তিন সদস্য সিংড়া উপজেলার শেরকোল কাচারীপাড়া গ্রামের ১৫ বছরের এক কিশোরীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে ছানোয়ারের বাড়িতে আটকে রেখে। এসময় ছানোয়ার ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। 

এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এএইচ/