নাগেশ্বরীতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার | আপডেট: ০৯:৫৩ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার
কুড়িগ্রামেরর নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন 'জ্যোৎস্না ফাউন্ডেশন' এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। বুধবার সকালে কালীগঞ্জ বাজার রোডের দুই পাশে গাছের চারা রোপনের উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মো. রফিকুল ইসলাম অপু, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাকারিয়া, সহ-সভাপতি মিলু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, আব্দুল্লা আল মামুন, মো. নবির হোসেন প্রমুখ। রাস্তার দু'পাশে শতাধিক ফলজ ও বনোজ চারা রোপন করে সংগঠনের সদস্যরা।
ফাউন্ডেশনের সভাপতি জানান, ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে আমরা পর্যায়ক্রমে ইউনিয়নের সকল পতিত স্থানে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগিয়ে সবুজের সমারোহ গড়ে তুলবো।
কেআই//