করোনায় শেবাচিম হাসপাতালে প্রাণ হারালেন ১৯ জন
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। বাকি ১৭ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন। এর মধ্যে ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
বুধবার শেবাচিম হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৮৯টি পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ আসে ৯১টি। শনাক্তের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ।
এ পর্যন্ত বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ৩৩৪ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩ দশমিক ৯৪ শতাংশ করোনা শনাক্ত হয়।
এএইচ/