নড়াইলে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২২ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, ক্রীড়াসংগঠক ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মবার্ষিকী পালিত হয়।
এর মধ্যে রয়েছে খতমে কোরআন, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, গাছের চারা বিতরণসহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া-প্রার্থনা।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা।
আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইউসুফ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাসসহ অনেকে।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এএইচ/