মিশিগানে প্রাইমারি নির্বাচনে দুই বাংলাদেশি বিজয়ী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন মুহিত মাহমুদ ও আবু আহমেদ মুসা। হ্যামট্রাম্যাক অ্যারাবিক ও বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যুষিত এলাকা। মুহিত পেয়েছেন এক হাজার ১২১ ভোট। মুসা পেয়েছেন ৯৬৪ ভোট। মুহিত ১৩ দশমিক ২৫ শতাংশ ও মুসা ১২ দশমিক ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। ওয়েন কাউন্টি 'ইলেকশন সামারি রিপোর্ট' থেকে এ তথ্য জানা গেছে।
হ্যামট্রাম্যাক সিটির এ নির্বাচন ৩ আগস্ট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র পদে চারজন ও কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে মেয়র ও কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী অংশ নেন। মেয়র পদে প্রার্থী ছিলেন কামাল রহমান। ৮৪৯ ভোট পেয়ে তিনি পরাজিত হয়েছেন। কাউন্সিলর পদে লড়াই করা তিন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর অপরজন ছিলেন আরমানি আসাদ।
আরকে//