শেখ কামালের জন্মদিন উপলক্ষে নওগাঁয় সাঁতার প্রতিযোগিতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০১ পিএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় ছোটদের সাঁতার ও টেনিস খেলা প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে টেনিস ক্লাবে সাঁতার ও টেনিস খেলায় বালক-বালিকারা অংশগ্রহণ করেন।
এসময় প্রশাসক হারুন অর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পচিালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার একেএম আল মামুন চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল রশিদ, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, টেনিরস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপরে সাঁতার ও টেনিস প্রদর্শন অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দরা।
কেআই//